মহম্মদপুরে নবীনবরণ ও সংবর্ধনা

মহম্মদপুরে আইডিয়াল একাডেমির নবীনবরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল শনিবার দুপুরে বিদ্যালয় চত্বরে নবীনবরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। একাডেমির পরিচালক মো. আবু নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ডক্টর এ. বি. এম আবদুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফী। স্বাগত বক্তব্য দেন আইডিয়াল একাডেমির প্রধান শিক্ষক মাওলানা সোহেল।

বিস্তারিত