প্রিয় অভিভাবক, আসসালামু আলাইকুম।
মহম্মদপুর আইডিয়াল একাডেমির পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার জীবনের শ্রেষ্ঠ সম্পদ আপনার ছোট্ট সোনামনি । আপনার সন্তান আপনার ভবিষ্যৎ। বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় যাকে নৈতিক ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করা আপনার প্রধান দায়িত্ব। শিক্ষা মানব উন্নয়নের মূল হাতিয়ার ও মৌলিক চাহিদার অন্যতম উপাদান। শিক্ষার লক্ষ্য হলো শিক্ষার্থীকে মার্জিত ও রুচিশীল হিসেবে গড়ে তোলা এবং সুন্দর ও সত্যের অনুরাগী করা। “শিক্ষা জাতির মেরুদন্ড”। কোন জাতিকে সুশিক্ষিত করে তুলতে প্রয়োজন নৈতিকতা সম্বলিত যুগোপযোগী পাঠ্যক্রম ও পরিকল্পিত শিক্ষা ব্যবস্থা। তাছাড়া একটি সুন্দর সোনার বাংলা গড়তে প্রয়োজন সোনার মানুষ। আর এই সোনার মানুষ গড়তে কুরআন-হাদীস নির্ভর নৈতিক শিক্ষার বিকল্প নেই। শিক্ষার গুরুত্ব সম্পর্কে কুরআনের প্রথম নির্দেশনা “পড় তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন।” পাশাপাশি রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, “তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে কুরআন শিক্ষা গ্রহণ করে এবং অন্যকে শিক্ষা দেয়” । অথচ আজ আমরা নৈতিকতার মূল ভিত্তি কুরআন-হাদীসের সঠিক জ্ঞান ও চর্চা হতে বিমুখ। ফলশ্রুতিতে দেশ আজ অশ্লীলতা ও অনৈতিকতার চরম গহ্বরে নিমজ্জ্বিত। জাতির এ ক্রান্তিলগ্নে ভবিষ্যৎ প্রজন্মকে কুরআন-হাদীসের শিক্ষা ও শিক্ষাদানে পারদর্শী করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এর নির্ধারিত সিলেবাস অনুসরণের মাধ্যমে যোগ্য, দক্ষ, সৎ, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ ও স্বাধীনতার প্রকৃত লক্ষ্য-উদ্দেশ্য অর্জনে আপোষহীন দেশ প্রেমিক নাগরিক তৈরীর প্রত্যয় নিয়ে তরুণ, মেধাবী, অভিজ্ঞ ও যোগ্যতাসম্পন্ন পরিচালনা পর্ষদ এবং শিক্ষকমন্ডলীর নিবিড় তত্ত্বাবধানে মধুমতি অববাহিকা বিধৌত ঐতিহ্যবাহী মহম্মদপুরে ২০২০ সালে আইডিয়াল একাডেমির যাত্রা।